বারাবন জঙ্গল মোড়ে পানীয় জলের ব্যবস্থা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজনগর- খয়রাসোল পাকা রাস্তার উপর অবস্থিত বারাবন জঙ্গল মোড়। ঘন জঙ্গলের মধ্যে উক্ত রাস্তার ধারে রয়েছে যাত্রী প্রতিক্ষালয়। যেখানে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের মুড়াবেড়িয়া, বাগডহরী সহ বেশ কিছু গ্রামের পাশাপাশি বারাবন, জাহিদপুর গ্রামের মানুষদেরও এখানে বাস ধরার জন্য অপেক্ষা করতে হয়। তাছাড়া লোকপুর থানার অস্থায়ী নাকাচেকিং পয়েন্ট বিদ্যমান।কিন্তু ছিল না কোনো পানীয় জলের ব্যবস্থা।সেরকম পরিস্থিতিতে একটি টিউবওয়েল বসানোর দাবি দেখা দেয়। দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে দিন কয়েক আগে টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়।বৃহস্পতিবার সেটি সেটিং হয়ে যায় এবং খয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খাঁ ফিতা কেটে তার শুভ উদ্বোধন করেন একটি অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায়, রূপুষপুর গ্রাম পঞ্চায়েতের তরফ স্থানীয় বাসিন্দাদের দাবি মোতাবেক বাস ধরতে আসা যাত্রী সহ পথ চলতি মানুষের সুবিধার্থে তথা পানীয় জলের সংকট দূরীকরণে এই কলের ব্যবস্থা বলে জানা গেছে।