বারুইপুরে আত্মপ্রকাশ করছে Biryani & Beyond 24 (B&B 24)
পারিজাত মোল্লা,
বারুইপুর, কলকাতা: খাঁটি স্বাদ, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে শহরের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড Biryani & Beyond 24 (B&B 24) এবার চালু হলো বারুইপুরে। গত ২৪ অক্টোবর নতুন শাখার শুভ উদ্বোধন হয় বারুইপুর সেলস ট্যাক্স অফিসের নিকট, মিদ্দে রোড, বনর্জি ফার্মেসির পাশে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিত্বরা। জনপ্রিয় সেলিব্রিটি অতিথি রূপশা চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী, কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস প্রমুখ ছিলেন।
খাঁটি স্বাদ, সুবাস, ঐতিহ্য এবং অথেন্টিসিটি ও কোয়ালিটির জন্য বিখ্যাত B&B 24 বারুইপুরে খাদ্যরসিকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিল। প্রতিটি পদে রয়েছে মান, স্বাদ এবং আন্তরিকতার ছোঁয়া।
উদ্যোক্তাদের বক্তব্যে—
“আমাদের লক্ষ্য খাঁটি স্বাদকে সঠিক দামে, সৎভাবে এবং ভালোবাসা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। বারুইপুরে আমরা নতুন পথচলা শুরু করতে চলেছি, এবং আমরা বিশ্বাস করি — এখানকার মানুষের ভালোবাসাই আমাদের শক্তি হবে।”
