শুভ ঘোষ
মহাপঞ্চমী শুভ লগ্নে দক্ষিণ ২৪পরগনার জেলার বারুইপুরে মধ্যকল্যাণপুর,নাপিত বটতলা সংলগ্ন মাঠে মহিলা দ্বারা পরিচালিত দূর্গা পূজার আয়োজন করা হয়।২৩তম বর্ষের উদযাপন হয়। আজকের দিনে যেখানে মহিলারা লাঞ্ছিত হয় বিভিন্ন পুরুষদের হাতে সেখানে আজকের এই মহিলারা একত্রিত হয়ে দুর্গাপুজোর আয়োজন করেন।মধ্য কল্যাণপুর নাপিত বটতলার মাঠে দূর্গা পূজা সেক্রেটারি বাসন্তী দাস উপলক্ষে 50টি গরিব অসহায়দের শাড়ি ও খাবার বিতরণ করা হয়। রোটারি অফ গার্ডেনরিচ পাস্ট প্রেসিডেন্ট রঞ্জিত কুমার বাসু, দেবাশীষ ভট্টাচারিয়া,কুমুদ চন্দ্র কর,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।