বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উম্মাদনা কচিকাঁচাদের মধ্যে

Spread the love

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উম্মাদনা কচিকাঁচাদের মধ্যে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শারীরিক এবং সংস্কৃতির একটা অঙ্গ। সেই প্রেক্ষিতে অন্যান্য বছরের ন্যায় আজ শুক্রবার খয়রাশোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুল নামক বেসরকারি বিদ্যালয়ের ২৪০ জন পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খন্নি ফুটবল মাঠে। বস্তা দৌড়, বিস্কুট দৌড়, একপায়ে দৌড়,বল ছোড়া,লাফদড়ি সহ ৩২ টি ইভেন্টে খেলা হয়। খেলা শুরুর আগে পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে খেলার শুভসূচনা করেন স্থানীয় সমাজসেবী আকবর আহমেদ খান। পড়ুয়াদের খেলা দেখতে তথা খেলায় তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি খেলায় যে সমস্ত পড়ুয়া অংশগ্রহণ করেছে অথচ কোনো স্থান অধিকার করতে পারেনি তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সুনীল সাহা, শিক্ষক মিন্টু দত্ত, জিয়াউল খান, অভিজিৎ দত্ত সহ বহু বিশিষ্ট্য ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের খেলার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত বিবরণ দেন স্কুলের সভাপতি সুনীল কুমার সাহা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *