বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা,দুবরাজপুরে

Spread the love

বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা,দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-
বীরভূম জেলার দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৭শে জানুয়ারি দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। শতাধিক ছাত্রী ১০০মিটার, ২০০ মিটার দৌড়, দৈর্ঘ্য লম্ফন সহ ১৪ টি ইভেন্টে অংশ নেয় ।খেলার আসরে এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীদাস দত্ত,সারদেশ্বরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মিনি সাহা সহ অন্যান্য শিক্ষিকাগন। বিদ্যালয়ের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন- খেলা হল শরীরচর্চার অন্যতম অঙ্গ তাই বাৎসরিকের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অনেকখানি । অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহা জানান বিগত দুদিন ধরে ছয় শতাধিক ছাত্রী যোগ্যতা নির্ণায়ক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং আজ শতাধিক ছাত্রী চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করার সুযোগ পায়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *