ওভার লোডিংয়ের কারণে বালি বোঝাই একটি হাইওয়ে সহ তিনটি ট্রাক্টর আটক করল কুলটি পুলিশ
কাজল মিত্র,
:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অবৈধ বালি চোরাচালান রোধে সক্রিয় ভূমিকা পালন করছে ।কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে নিয়ামতপুর এলাকা থেকে বালি বোঝাই একটি হাইবা ট্রাক সহ তিনটি ট্রাক্টর আটক করে। এর পরে বালি বোঝাই গাড়িগুলি বিএলআরও কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়। অন্যদিকে, বালি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বালি বোঝাই যানবাহনের বৈধ কাগজপত্র রয়েছে। তা সত্ত্বেও পুলিশ অহেতুক তাদের গাড়িগুলি আটক করেছে। খবর পেয়ে কুলটি বিএলআরও অফিসের এক কর্মকর্তা এসে যানবাহনের কাগজপত্র খতিয়ে দেখেন।বিএলএলআর আধিকারিক বলেন যে বালিতে ভর্তি গাড়ি গুলির সবধরনের বৈধ কাগজ থাকলেও ট্রাক্টরগুলিতে ওভারলোডিং বলি বোঝাই ছিল। আর ওভারলোডিংয়ের কারণে এই ট্রাক্টর গুলি আটক করা হয়েছে ।