খায়রুল আনাম
বীরভূম : সরস্বতী পুজোর দিনই বালির গাড়ি আটকে প্রথমে একা বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। আর এই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ এসে হাজির হন ঘটনাস্থলে। যা নিয়ে বেধে যায় হুলুস্থুল কাণ্ড। সরস্বতী পুজোর দিন এমন ঘটনা ঘটলো ময়ূরেশ্বরের কোটাসুরের সব্জিবাজার এলাকায়। দুধকুমার মণ্ডলের অভিযোগ, গত রাত থেকেই এমন দৃশ্য তিনি দেখছেন। ময়ূরাক্ষী নদী থেকে ট্রাক, ট্রাক্টর, ডাম্পার ভর্তি করে বালি পাচার হচ্ছে নির্বিচারে। প্রশাসন নিশ্চুপ। আর এই বালি পাচারের কারণে সমস্ত রাস্তা জল-কাদায় ভরে যাচ্ছে। সরস্বতী পুজোর দিনে ছেলেমেয়েরা পরিষ্কার জামাকাপড় পড়ে যেতে পারছে না। তাই তিনি নিজেই রাস্তার উপরে নিজের মোটরবাইক দাঁড় করিয়ে প্রতিবাদ করেন। তাঁর দাবি ন্যায্য হওয়ায় এলাকার বহু মানুষ সেখানে হাজির হন। পরে ময়ূরেশ্বর থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।