সেখ সামসুদ্দিন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে সারা বাংলায় নেতা কর্মীরা নিজ নিজ বাড়ির সামনে গ্যাসের মূল্য বৃদ্ধি ও নাম মাত্র ভর্তুকি দেওয়ার প্রতিবাদে নিজ নিজ বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেন। মেমারিতেও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে শহর সভাপতি স্বপন বিষয়ীর বাড়ির সামনে, সহ সভাপতি সুপ্রিয় সামন্ত তার বাড়ির সামনে জেলা যুব সাধারণ সম্পাদক আশিষ ঘোষদস্তিদার, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, জেলা ছাত্র সহ সভাপতি মুকেশ শর্মা সহ অনান্য নেতৃত্ব সকলেই নিজ নিজ বাড়ির সামনে বিক্ষোভ সভা করেন। মেমারির বিধায়ক নার্গিস বেগম ও ব্লক নেতৃত্ব সকলেই বাড়ির সামনে বিক্ষোভ প্রদশন করেন।
