বিএল ও,বিএল এ দের পারস্পরিক সহযোগিতায় বাড়ি বাড়ি এস আই আর এর কাজ লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বহু আতঙ্ক, আশঙ্কা, প্রতিবাদ স্বত্ত্বেও গতকাল মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এস আই আর এর কাজ। যদিও মঙ্গলবার ফের একদফা ব্লক স্তরে বিএল ও দিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। এদিন বুধবার সকাল থেকেই নিজের নিজের দায়িত্বে থাকা বুথে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ কর্মসূচী চলছে। পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধি তথা বিএল এ রা ও বিএল ও র সঙ্গে ঘুরতে দেখা যায়। উল্লেখ্য রাজনৈতিক দল হিসেবে এস আই আর এর পক্ষে বিপক্ষে আন্দোলন কর্মসূচি চালালেও এদিন তিন রাজনৈতিক দলের সহাবস্থান দেখা যায় লোকপুর এলাকায়। তৃনমূল কংগ্রেসের প্রদীপ চৌধুরী, বিজেপির সুকুমার দাস এবং সিপিআইএম এর বিএল এ হিসেবে এস আই আর এর কাজ সম্পর্কে মতামত ব্যক্ত করেন। কাজ সুষ্ঠুভাবে চলছে ভয়ভীতি আতঙ্ক দূর হয়েছে। সেকথা তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি বিএল ও উমা চৌধুরীর কন্ঠে ও একই সুর।
