বিএসপির ২২৭তম সাহিত্য সভা অনুষ্ঠিত

Spread the love

বিএসপির ২২৭তম সাহিত্য সভা অনুষ্ঠিত

কাজী নূর।। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম সাহিত্য চর্চা কেন্দ্র ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) যশোর, এর ২২৭তম মাসিক সাহিত্য সভা ৭ জুলাই শুক্রবার সকাল ১০টায় ‘প্রেসক্লাব যশোর’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি এবং গবেষক ড. মোঃ মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, ডাঃ মোঃ আহাদ আলী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও কবি জিএম মুছা এবং আমির হোসেন মিলন।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠে অংশ নেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দীন রতন, বর্তমান কমিটির প্রকাশনা সম্পাদক কাজী নূর, নির্বাহী পরিষদের সদস্য বিশিষ্ট কবি ও গীতিকার রাজ পথিক এবং সঞ্জয় নন্দী। এছাড়াও কবি অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, নজরুল ইসলাম, আতিয়ার রহমান, মামুন আজাদ, হুমায়ন কবীর, রেজাউল করিম রোমেল, ফরহাদ বিশ্বাস, এমএম মনিরুল ইসলাম প্রমুখ কবিতা পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *