বিক্ষোভ ও ধিক্কার সভা, রামপুরহাট এলাকায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ নারীদের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনার কর্মসূচি চলছে ঠিক তখনই অন্যদিকে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জেলার থানায় থানায় বিক্ষোভ এবং ধিক্কার সভা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রী ধর্ষণের প্রেক্ষিতে। উল্লেখ্য গত ৬ ই মার্চ বীরভূম জেলার পাইকর থানার বোনহা ওবেদিয়া হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় নবম শ্রেণীর এক ছাত্রী। যার মধ্যে এক অভিযুক্ত যুবক গ্রেফতার হলেও তার সঙ্গী পলাতক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে ধিক্কার ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে সাথে রামপুরহাট থানায় স্মারকলিপি প্রদান করা হয় মহিলা সংগঠনের পক্ষ থেকে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে রামপুরহাট থানায় বিক্ষোভ ও ধিক্কারসভা অনুষ্ঠিত হয় পরে একটি স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট থানায়। সেখানে গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা কেনিজ রবিউল ফাতেমা তার বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন ও ধিক্কার সভা থেকে বলেন যে- পশ্চিমবঙ্গ যেন সন্দেশখালী না হয়। পাইকর থানা এলাকার নবম শ্রেণীর ছাত্রীর মতো যেন আর কোন ছাত্রী ধর্ষণের শিকার না হয়। পুলিশদের উদ্দেশ্যে বলেন সব সময় দলদাসের মতো থাকলে হবে না। কারণ নিরাপত্তা জনিত কারণে অভিভাবক মহল থেকে,নারী, ছাত্রী কেউ সুরক্ষিত নন। প্রশাসনের বিবেক যাতে জাগ্রত হয় তারই উদ্দেশ্যে এই বিক্ষোভ ও ধিক্কার সভা বলে বক্তব্য।৮ ই মার্চ নারী দিবসে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে কিনা পশ্চিমবঙ্গে দিনদিন নারীদের মান মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।অনুরূপভাবে একই দাবির পরিপ্রেক্ষিতে মুরারই এলাকার পাইকর থানায় ও ডিওয়াইএফআই,এসএফআই এবং মহিলা সংগঠনের পক্ষ থেকেও ধিক্কার এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।