বিক্ষোভে অশান্তি, আদালত অবমাননার মামলা
মোল্লা জসিমউদ্দিন টিপু,
, মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে পাশ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভে অশান্তি ঘিরে আদালত অবমাননার মামলা দাখিল করলো রাজ্য।গত রবিবার ছুটির দিনেও জরুরিকালীন শুনানি চেয়ে মামলায় শর্তাবলি মেনে চলার শর্ত তে হাইকোর্ট পাশ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিয়েছিল।তাতে সোমবার অবস্থান বিক্ষোভ থেকে নবান্ন মুখি যাত্রার সূচনাকালে তুমুল অশান্তি ঘটে।সেখানে বেশ কয়েকজন আহত হন।এদের মধ্যে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন। তাই অশান্তির উদাহরণ কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আদালত অবমাননার মামলা দাখিল করলো রাজ্য সরকার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। গত রবিবার ছুটির দিনেও জরুরিকালীন শুনানি চেয়ে পাশ্ব শিক্ষকরা অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছিলেন। তাতে কলকাতা হাইকোর্ট বেশকিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেয়।একসাথে ৫০০ এর বেশি ব্যক্তিদের সমাবেশ চলবেনা। রাস্তায় যানযট যেন না হয়। অশান্তির এড়াবার শর্তও ছিল। সর্বপরি করোনা স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। রবিবারের এই বিশেষ অনুমতি পেয়ে সোমবার কলকাতার শহীদ মিনার সংলগ্ন রেড রোডে অবস্থান বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করতে থাকে পাশ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন।সোমবার দুপুরে পাশ্ব শিক্ষকদের এই অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি ঘটে। পুলিশের দাবি, ‘কোন আগাম কিছু না বলে শয়ে শয়ে পাশ্ব শিক্ষকরা রেড রোড ধরে নবান্ন অভিযানে নেমে পড়েছিলেন’। আর তাতেই দুপক্ষের হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়। বেশ কয়েকজন আহত হন। কমব্যাট ফোর্স সহ র্যাফ পর্যন্ত নামে ঘটনাস্থলে। দায়িত্বে থাকা ডিসি পদমর্যাদার অফিসারও আক্রান্ত হন বলে অভিযোগ। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আদালত অবমাননার মামলা দাখিল করলো রাজ্য সরকার।