জুলফিকার আলি
:-সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে করকুলি গ্রামে। কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং ওনার ছেলে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ওনাদের বাড়ির সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে, এদিন বিক্ষোভ শেষে কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ শিশির অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মহামারী ভাইরাসের মোকাবিলায় লকডাউনের ফলে কার্যত কোমর ভেঙে গিয়েছে দিন আনা দিন খাওয়া পরিবারগুলির, এই মত অবস্থায় পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কার্যত দিশেহারা হয়ে গিয়েছে রাজ্যের মানুষ,এই পরিস্থিতিতে এইসব মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুসারেই সারা রাজ্যেই চলছে প্রতিবাদ। অন্যদিকে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশ দেয়া হয়েছে নিজের বাড়ির সামনে এলাকার মানুষকে একত্রিত করে এই বিক্ষোভে সামিল হতে সেই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি।