বিগ বাস্কেটের সর্বাধিক শেয়ার কিনে নিল টাটা গ্রুপ

Spread the love

বিগ বাস্কেটের সর্বাধিক শেয়ার নিল টাটা

মোল্লা জসিমউদ্দিন টিপু
মুদিখানা, কাঁচা সবজি,ফলমূল, সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পরিষেবাকারী সংস্থা বিগ বাস্কেটের সর্বাধিক শেয়ার কিনে নিল টাটা গ্রুপ।শুক্রবার এই ব্যাপারে চুড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়।৯ হাজার কোটি টাকার বিনিয়োগে তারা বিগ বাস্কেটের ৬৪.৩% শেয়ার কিনে নিলো টাটার অধীনে ডিজিটাল অনলাইন এক সংস্থা।বিগ বাস্কেটে চিনা পণ্য সরবরাহকারী সংস্থা আলিবাবাও রয়েছে । রীতিমতো অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থা হিসাবে জিয়ো আমাজনদের কে টেক্কা দিতে শুরু করলো টাটা গ্রুপ। ২০১১ সালে দক্ষিণ ভারতে বেঙ্গালুরুতে বিগ বাস্কেট তাদের ব্যবস্থা শুরু করে থাকে। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে  ২৫ টি শহরে চলছে।করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে অনলাইন পণ্য সরবরাহকারী ব্যবসায় কদর বহুগুণ বেড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *