৷৷ বিজয়া ৷৷
………………………………
গৌতম মণ্ডল
আজকে শুভ বিজয়া দশমী
ঘণ বিষাদে ভরেছে মন ৷
অসুর দলনী দুর্গা মায়ের
হয় কি বিসর্জন ?
বলো ?
মায়ের, হয় কি বিসর্জন ?
জগত পালিনী, দুর্গা জননী
সে যে প্রতি ঘরে- ঘরে, বিরাজিতা ৷
সেই চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে
হয় কি বিসর্জিতা ?
কভু, হয় কি বিসর্জিতা ?
তবু বিসর্জনের বাজনা বাজে
বিষাদের সুর ভাসে …
শিউলি ঝরে, খসেপড়ে ভুঁয়ে-
হিম শিশিরের ভেজা ঘাসে ৷
কাশফুল বনে, কাঁদে মনে মনে
কত না বিরহে ব্যথায় ৷
কেঁদে কেঁদে বলে- “এসো মা জননী
পরের বছর হেথায়” ৷
শুনে তার কথা, আকুল ব্যথা
মা হাসে মনে মনে ৷
মা আছে বলেই
এই আলোকিত ধরা —
সাজে ফুল বনে বনে !
মায়ের স্নেহ, মমতা মাখা
শস্যে আঁচল ভরে !
সেই মৃন্ময়ী মা, চিন্ময়ী রূপে
রয়েছে সবার ঘরে ৷
সেই মৃন্ময়ী মা, চিন্ময়ী রূপে
রয়েছে সবার ঘরে ৷
………………………………
তাং- ১২/১০/২০২৪
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷ (W.B)