বিজয় সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি বর্ধমান পূর্ব বিজেপি প্রার্থী অসীম সরকারের

Spread the love

বিজয় সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি বর্ধমান পূর্ব বিজেপি প্রার্থী অসীম সরকারের

আনোয়ার আলি, ৭ মে পূর্ব বর্ধমান
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বিজয় সংকল্প পত্র তথা ইস্তাহার প্রকাশ করলেন। পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তাহারটির আবরণ উন্মোচন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, ইলেকশন এজেন্ট শুভাশিস হালদার সহ অন্যান্যরা। ইস্তাহার প্রকাশ করে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার জানান, নির্বাচনে জেতার পর তিনি পূর্ব বর্ধমান লোকসভা এলাকাটিকে সোনার পূর্ব বর্ধমান গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন। ভাগীরথী নদীর উপর কালনা – শান্তিপুর ব্রিজটি এবং কাটোয়াতে একটি ব্রিজ তৈরির জন্য তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা-য়ে পর্যন্ত ধরবেন। মেমারি এবং কাটোয়ায় রেলগেটে উড়ালপুল তৈরির ব্যাপারেও উদ্যোগী হবেন। তিনি মোদিজির অত্যন্ত স্নেহের পাত্র। তাই তার আশা মোদিজী তাকে নিরাশ করবেন না। ভোটে জেতার পর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন এবং পুলিশ প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দেবেন এখানে কোনোরকম বেআইনি কাজকর্ম চলতে দেওয়া যাবেনা বা কোনো দলের কোনো নেতার দাদাগিরি অথবা গুণ্ডামি করা যাবেনা। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা বন্ধ করার চেষ্টা করতে হবে। এলাকায় শিল্প সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করা হবে। পানীয় জল বাড়ি বাড়ি দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। হাসপাতালে যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে জোর দেওয়া হবে। এলাকার তাঁত শিল্পের মান উন্নয়নে চেষ্টা করা হবে। বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল দল তথা মমতা ব্যানার্জির জোর সমালোচনা করেন। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন মেমারির দল বদলু নেতা সন্তোষ রায় সি এ এ সম্বন্ধে কিছুই বোঝেনা। তিনি আরও জানান, ভোটে জেতার পর তিনি এখানেই থাকবেন, মানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করতে চান। জেতার ব্যাপারে তিনি বলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তিনিই বিজয়ী হবেন।
এদিন বিজেপি প্রার্থী সি এ এ নিয়ে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুসলেন। এবং সি এ এ মানুষকে ভুল বোঝাচ্ছেন।
এদিন কৃষি সংক্রান্ত প্রশ্নে বিজেপি মনোনীত প্রার্থী অসীম সরকার যেহেতু তিনি শস্যগোলা পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী চাষীদের কিষাণমন্ডিতে ফসল বিক্রি নিয়ে সঠিক প্রশ্নের উত্তর কিন্তু কার্যতো এড়িয়ে গেলেন। এবং বিষয়টি তার সঠিক জানা নেই বলেন। নির্বাচনে যদি জয়লাভ করেন পূর্ব বর্ধমান কে এক নতুন বর্ধমান বানিয়ে দেবেন এমনটাই কিন্তু সাংবাদিকদের সামনে জানান। সাথে এও বলেন লক্ষী ভান্ডার এর পরিবর্তে তারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন। আদেও কি তা সম্ভব?? এমনটাই প্রশ্ন করছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *