বিজয় সম্মেলনি ২০২৫
ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে বেশ কিছুদিন। মানুষজনের মুখ ভারাক্রান্ত এবং সাথে নিত্যনৈতিক কাজকর্মের সূচনা হয়ে গেছে বেশ কিছুদিন হল। সাথে সাথে বিজয়া উদযাপন ও সেটিকে একটু অন্য ধারায় নিয়ে যাবার জন্য একটি অপরূপ ব্যবস্থা নিল পূজা ক্রিয়েশন ও আর্টিস্ট ফোরাম। অভিজিৎ জানার তত্ত্বাবধানে ও ইন্দ্রনীল চক্রবর্তী অনুপ্রেরণায় তারা বিজয়া উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাকে নবজাত মডেলদের নিয়ে একটি ফটোশুটে আয়োজন করেন। তাদের মূল উদ্দেশ্য এই প্রতিযোগিতা মূলক বাজারে মডেলরা কাজ পেতে পারে এবং ফ্রেশার হিসেবে কাজ শিখতে পারে। ক্যামেরাম্যান হিসেবে উপস্থিত ছিলেন প্রবাদপ্রতিম ব্যক্তি শ্রী সন্দীপ পাইন এবং মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন জয়শ্রী মজুমদার ,মধুরিমা দাস, দেবলীনা কুন্ডু, রিয়া ঘোষ,পামেলা বড়ুয়া সহ আরো অনেকে। অপরদিকে অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট এন্ড আর্ট ওয়ার্ক-এর কর্ণধার শ্রী জয়ন্ত দাশগুপ্তের তত্ত্বাবধানে কলকাতার নন্দন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মেলনি। এই সংস্থাটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটিই একমাত্র সরকারি সংস্থা যা সারা ভারত থেকে অসংখ্য উঠতি মডেল,শিল্পী ও ফটোগ্রাফার-দের নিয়ে কাজ করে। ইতিমধ্যেই এরা ভারতবর্ষের বুকে নাম করেছেন সব থেকে বড় বসন্ত উৎসব পালনের জন্য যেটি কলকাতা ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বহু জাতীয় স্তরের ফটোগ্রাফার মধ্যে উপস্থিত ছিল অনিক ত্রিবেদী, পূর্বায়ন দাস, সন্দীপ পাইন,প্রতাপ দাশগুপ্ত ও হিমাদ্রি বাঘ। বহু মডেলদেরও দেখা যায় যারা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে ছিলেন কলকাতা সুতানুটির দ্বিতীয় স্থান অধিকারি পায়েল পাত্র এবং মিস ত্রিধার তৃতীয় স্থান অধিকারী তানিশা দাস। এছাড়াও ছিলেন দীপিকা ঘোষ,মৌমিতা ব্যানার্জী, তাপসী কুন্ডু, কিরণ তানহী, সাবিত্রী ঢেউরি ও সংহতি সেনগুপ্ত সহ আরো অনেকে। মূলত আগামী এক বছরের অপেক্ষায় চোখে নিয়ে শেষ হলো এবারে বিজয় সম্মেলন।