বিজেপির বিধায়ককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান লোকপুর থানায়

বিজেপির বিধায়ককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
নদীয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে অবমাননা কর মন্তব্য করেছেন। তারই প্রতিবাদ হিসেবে বিধায়ককে গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় চলছে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচী। সেরূপ ২৮ শে ডিসেম্বর রবিবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা কমিটির উদ্যোগে এবং লোকপুর থানা কমিটির সদস্যদের উপস্থিতিতে স্থানীয় লোকপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়।বিধায়ক অসীম সরকারের মন্তব্য যাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে সংগঠনের অভিমত। কিন্তু সেই পথে না হেঁটে সকলকেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। তবে বিজেপি বিধায়কের কুৎসিত মন্তব্যের বিরুদ্ধে এবং তার কঠোর শাস্তির দাবি করে থানায় অভিযোগ দায়ের করা হয় সংগঠনের পক্ষ থেকে।অল ইন্ডিয়া ইমাম সংগঠনের বীরভূম জেলা চেয়ারম্যান হাফিজ সামিউল খান এক সাক্ষাৎকারে বলেন পবিত্র কুরআন শরীফের ভূল ব্যাখ্যা ও কুরুচিকর মন্তব্য ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় নিরপেক্ষতা চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। অসীম সরকারের উক্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকির সমান।অতএব
প্রশাসনিক ভাবে তার প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচী পালন করা হয়।

Post Comment

You May Have Missed