বিজেপি কর্মীর স্ত্রীর উপর ধর্ষণের অভিযোগ, তপ্ত রাজ্য

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,


বহু চর্চিত নন্দীগ্রামে ভোটগ্রহণ হতে মাত্র আর একদিন। চব্বিশ ঘণ্টা কাটার পরেই রাজ্যের সবথেকে হেভিওয়েট এই বিধানসভা আসনে ভোট। কেননা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোদ রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, আবার বিপক্ষে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন একদা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী তথা রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। পাশাপাশি সংযুক্ত মোর্চার তরফে বাম প্রার্থীও রয়েছেন। এহেন হেভিওয়েট আসনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শান্তিতে ভোটপর্ব পরিচালনা করতে ২১ কোম্পানি কেন্দ্রীয় জওয়ান নিয়োগ করেছে। ঠিক এইরকম পরিস্থিতিতে নন্দীগ্রামে উঠলো এক বিজেপি কর্মীর স্ত্রীর উপর ধর্ষণ সহ খুনের চেস্টার অভিযোগ। তৃনমূলের তরফে বিজেপির এহেন অভিযোগ কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলা হয়েছে। পাশাপাশি বিজেপির তরফে  অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। জানা গেছে, গত সোমবার রাতে নন্দীগ্রাম ২ নং ব্লকে বয়াল ১ নং পঞ্চায়েতে তেতুলবাড়ি এলাকায় ওই বিজেপি কর্মীর স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চলেছে বলে অভিযোগ। ওইদিন নির্যাতিতার স্বামী তথা এলাকার সক্রিয় বিজেপি কর্মী নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচার কর্মসূচিতে দুপুর থেকে রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন। ঠিক এইরকম পরিস্থিতিতে ঘরেতে স্বামী না থাকা ওই স্ত্রীর উপর  সুযোগ নিয়েছে অভিযুক্তরা।এইরকম দাবি বিজেপির তরফে নির্যাতিতার স্বামী ওইদিন বিকেল থেকে মোবাইল ফোন করে না পেয়ে।তারপর বাড়িতে বহু খোজাখুজি করেও পাইনি বলে দাবি।পরে বাড়ি সংলগ্ন এক সেচখালে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়  প্রথমে স্থানীয় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। পরে জেলার সদর হাসপাতালে আনা হয়েছে শারীরিক অবস্থার অবনতির জন্য । ভোটগ্রহণ এর চব্বিশ ঘন্টা আগে বিজেপি কর্মীর স্ত্রীর উপর এই ধর্ষণ সহ খুনের চেস্টার অভিযোগ নিয়ে সরগরম রাজনীতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *