বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল,বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্য

Spread the love

বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল,বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্য

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-
বীরভূম লোকসভা আসনের প্রতিদ্বন্ধিতা থেকে বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়ন বাতিল করা হল। এবারের লোকসভা নির্বাচনে বীরভূমের ৪২ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাসিস ধর। গত মঙ্গলবার তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাও করেন। সেই হিসেবে মনোনয়ন জমার আগে থেকেই প্রখর রৌদ্র মাথায় নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে জোর কদমে প্রচারও চালাচ্ছিলেন ।
বিজেপি প্রার্থী দেবাশীষ ধরকে নিয়ে বিজেপির মধ্যেই অসন্তোষ সৃষ্টি হয়েছিল।বিজেপির একটা অংশ চাইছিলেন বীরভূমের ভূমিপুত্র হিসেবে দুধ কুমার মন্ডলকে প্রার্থী করার জন্য। অপরদিকে শীতলকুচি কান্ড নিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের উপর অভিযোগ এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শিলিগুড়ির নির্বাচনী সভার মঞ্চ থেকেই এ বিষয়ে দেবাশীষ ধরকে নিশানা করেন।
এদিকে মনোনয়ন জমার শেষ দিনে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্যকে দেবাশীষ ধরের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করান। দেবতনু ভট্টাচার্য ইতিমধ্যে দেবাশিস ধরের সঙ্গী হয়ে বহু জায়গায় প্রচারে সামিল ছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধরকে নো ডিউজ ক্লিয়ারেন্স দেওয়া হয়নি রাজ্যের তরফে। বিজেপি প্রার্থী হওয়ার আগে তিনি আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে ছিলেন ঠিক কথা। কিন্তু রাজ্যের তরফে তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি। যেটা মনোনয়নপত্র জমার সময় নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক সার্টিফিকেটও জমা করতে হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই নো-ডিউজ সার্টিফিকেট না দেওয়াতেই বাতিল হয়েছে দেবাশীষ ধর এর প্রার্থী পদ।
এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন দেবতনু ভট্টাচার্য।বিজেপির হয়ে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র দাখিল করার পর স্কুটিনিং এ মনোনয়ন বাতিল হয়ে যাওয়া
দেবাশীষ ধর অবশ্য জানিয়েছেন তিনি এ বিষয়ে আদালতে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *