শ্যামল রায়
শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন একজন দেশ প্রেমিক। তার চিন্তাভাবনা দেশ গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। তাই ১১৯ তম জন্মদিনে আমাদের কর্মী-সমর্থকদের শপথ নিতে হবে এই বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের আর দরকার নেই। সোমবার নবদ্বীপ শহরের তাঁত কাপড় হাটে অনুষ্ঠিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন। জন্মদিন পালন উপলক্ষে এই কথাগুলো বলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন বিজেপি যত বেশি শক্তিশালী হচ্ছে ততই তৃণমূলের নেতারা ভয় পাচ্ছে মিথ্যা ভাবে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে হেনস্তা করার চক্রান্ত শুরু করে যাচ্ছে কিন্তু মানুষ আমাদের সাথে আছেন পাশে আছেন। জগন্নাথ সরকার জানিয়ে দিয়েছেন যে রেশন ডিলারের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। এছাড়াওআমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পায়নি। তৃণমূল দল তাদের পরিজন আত্মীয়স্বজনের নামে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছে তাই এই দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের আর দরকার নেই। সামনে বিধানসভার ভোট মানুষ ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে বাংলায় কিভাবে বিজেপি সরকার ক্ষমতাসীন হলো। এদিন কার সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং জেলা সম্পাদক আশুতোষ পাল সহ এক ঝাঁক নেতা-নেত্রী। এছাড়াও এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে শতাধিক যুবক-যুবতী স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও দেশ গঠনে রক্তদানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ করেছেন বাংলায় বিজেপি ক্ষমতাসীন হবে তার প্রস্তুতি প্রক্রিয়া দলকে শক্তিশালী করে পদ্মফুল ফোটাতে হবে।