বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো হলদিয়ায়
সূচনা গাঙ্গুলি
বিশ্বউষ্ণায়নের দাপটে বর্তমান বছরে গ্রীষ্মকালীন তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে সতর্ক নাহলে আগামী বছর তাপমাত্রা এমন এক জায়গায় পৌঁছে যাবে যেটা জীবজগতের অস্তিত্বের পক্ষে বিপদ সংকেত হিসাবে দেখা দেবে। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ করা।
শুরু হয়েছে বর্ষা মরশুম। বৃক্ষরোপণের আদর্শ সময়। অন্যদিকে চলছে অরণ্য সপ্তাহ। বিশেষজ্ঞদের পরামর্শ মাথায় রেখে এবং প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া শাখার সদস্যরা।
সংশ্লিষ্ট শাখার উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া সার্কেলের অন্তর্গত দোরো কশবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় গত ১৫ ই জুলাই সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষজনের হাতেও তুলে দেওয়া বেশ কিছু চারগাছ। বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের অবহিত করা হয় এবং আরও বেশি করে গাছ বসানোর জন্য পরামর্শ দেওয়া হয়।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন, স্নেকম্যান নকুল ঘাঁটি, কবি ও শিক্ষিকা শ্রাবন্তী গায়েন, আবৃত্তি শিল্পী তরুন কুমার মাইতি, পরিবেশ প্রেমী সুকমল প্রধান, কবি প্রশান্ত সাহু, কবি পার্থপ্রতীম চ্যাটার্জি, শিক্ষক অনুপ পাঁজা, কবি ও শিক্ষক সুরজিত গুছাইত, শিক্ষক অরিন্দম দাস, আবৃত্তি শিল্পী সেঁজুতি জানা, সমাজকর্মী চিত্রা চ্যাটার্জি, সমাজসেবী হেলেন করন, নাট্যব্যক্তিত্ব সুকুমার সামন্ত সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গ্রামবাসী। একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ উৎসব আলাদা তাৎপর্য পায়।
সমাজকর্মী তথা শিক্ষক অরিন্দম বাবু বললেন - দূষণের কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছে এই পৃথিবীকে। রেহাই পাচ্ছেনা শিল্পনগরী হলদিয়া। আমাদের সবার প্রিয় শহরকে সবুজে ভরিয়ে তুলতে এবং দূষণ মুক্ত করতে এই কর্মসূচি গ্রহণ করেছি। আশাকরি সবার মিলিত চেষ্টায় এই শহর দূষণ মুক্ত হবে।