বিজ্ঞান সম্মতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ শিক্ষা শিবির,ইলামবাজারে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জেলার প্রায় শতাধিক স্বেচ্ছা সেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে ১১ ই অক্টোবর শনিবার বিশেষ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় ইলামবাজারের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে। আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে বিজ্ঞান সম্মতভাবে কিভাবে আরো বেশি বেশি করে এগিয়ে নেওয়া যায় । শুধু রক্তদান বিষয় নয় পাশাপাশি নিরাপদ রক্ত সঞ্চালন, রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত সংরক্ষণ, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয় শিবিরে। উক্ত বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী,স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ রাজ্য রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে শিবির অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম জেলা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং কমবাইন্ড স্পোর্টস একাডেমি ও প্রত্যাশা ইলামবাজার এর উদ্যোগে এরূপ শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায় l এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ, ডঃ কাজল কৃষ্ণ বণিক, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ, এবং বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি নুরুল হক ও সম্পাদক আব্দুল খালেক মল্লিক, কম্বাইন স্পোর্টস একাডেমির কর্ণধার পারভেজ ও ইয়াকুব খাদিম, ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিবার্ণ মজুমদার প্রমুখ l কবি ঘোষ বলেন, বীরভূম জেলায় এই প্রশিক্ষণ প্রাপ্ত রক্তদান আন্দোলনের কর্মীরায় পরবর্তীতে জেলা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে । একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান তথা রক্তদান আন্দোলন সম্পর্কে মতামত ব্যক্ত করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।