বিডিও র পক্ষপাতমূলক আচরণ ও তরুণী চিকিৎসক খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাম- কংগ্রেসের, নলহাটি দু নম্বর ব্লকে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আর জি কর এর ঘটনা নিয়ে সপ্তাহকাল জুড়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ দৈনন্দিন উথলে উঠছে বিভিন্ন রাজনৈতিক,চিকিৎসক,মানবাধিকার সহ অন্যান্য সংগঠনের আন্দোলনে। উক্ত ঘটনার পাশাপাশি নলহাটি বিডিও র বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলনে নলহাটির লোহাপুরে সোচ্চার হয়ে ওঠে বাম- কংগ্রেসের কর্মী সমর্থকরা। আন্দোলনকারীদের বক্তব্য তৃনমুল কংগ্রেসের অত্যাচার, আবাসনের কাটমানি,বিডিও অফিসে বসে মাতলামি এসবের বিরুদ্ধেই মূলত আজকের বিক্ষোভ প্রদর্শন।পাশাপাশি আর জি কর এর ঘটনার সাথে জড়িত দুস্কৃতকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়। এছাড়া গত ১৪ ই আগস্ট রাতে আর জি কর হাসপাতালে যে ভাঙচুর হয় সেখানে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করানো হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যপাল ও রাষ্টপতি র নিকট অনুরোধ পশ্চিম বঙ্গে আর জি কর এর ঘটনা সহ যে কোনো ধরনের খুনখারাপি সংক্রান্ত তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী সাধারণ মানুষের আন্দোলনকে ক্রিমিনাল আন্দোলন তৈরি করে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে। কিন্তু বাংলার মানুষ জেগেছে, আর মমতাকে ছাড়বে না, নবান্ন থেকে তাড়িয়ে ছাড়বে।নলহাটি দু নম্বর ব্লক সম্পর্কেও তাদের অভিযোগ যে, তৃনমুল পরিচালিত নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতির স্বজন
-পোষণ ও দুর্নীতি। বিডিও র শাসক বিরোধী সদস্যদের প্রতি দূর ব্যবহার এবং বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানাতেই আজকে বাম- কংগ্রেসের যৌথ বিক্ষোভ প্রদর্শন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ। এছাড়াও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ অধ্যক্ষ সাব্বির হোসেন, বামফ্রন্টের জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ খায়রুল হাসান সহ অন্যান্য নেতৃত্ব।