বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও হোমের মহিলাদের পুজোর পোশাক প্রদান চিকিৎসকের

Spread the love

বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও হোমের মহিলাদের পুজোর পোশাক প্রদান চিকিৎসকের

সেখ সামসুদ্দিন, ৫ অক্টোবরঃ পুজোর মুখে কলানবগ্রাম শিক্ষা নিকেতনের প্রমথনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে দুঃস্থ পরিবারের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের ও নিবেদিতা হোমে থাকা মহিলাদের মুখে হাসি ফোটাতে ও পুজোর দিনগুলি যাতে তারাও আনন্দে কাটাতে পারে তারজন্য সাহায্যের হাত বাড়ালেন প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। সুদূর আমেরিকার লাসভেগাস থেকে এই ধরনের অসহায় পরিবারের ছেলেমেয়েদের পুজো উপলক্ষে বস্ত্র প্রদান করলেন। এই কাজে সহযোগিতা করেন সমাজসেবী সেখ সামসুদ্দিন ও সামসদ আলগম পরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও হোমের অফিস স্টাফ সহ ছাত্রছাত্রী ও আবাসিকবৃন্দ। বিদ্যালয়ের ৪৯ জন ছাত্রছাত্রী ও ১৫ জন আবাসিক মহিলাদের পৃথকভাবে বস্ত্র প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের পোশাকের সঙ্গে একটি করে কেক এবং হোমের আবাসিকদের একটি করে সাবান, নারিকেল তেল, পাউডার, শ্যাম্পু, বিস্কুট ও কেক দেওয়া হয়। এই বস্ত্র পেয়ে ছাত্রছাত্রী ও আবাসিক মহিলারা চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও চিকিৎসকের মহানুভবতার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *