বিদ্যালয়ের ছাত্রীদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট
সেখ সামসুদ্দিন, ৩ জুলাইঃ বুধবার বাঁকুড়া জেলার খাতড়া বালিকা উচ্চবিদ্যালয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা দত্ত এবং “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েল ফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সম্পাদক স্বপ্না বরাট-এর সহযোগিতায় থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট সম্পন্ন হয়। মোট ১০০ জন ছাত্রীর রক্ত সংগ্রহ করে তাদের কারও শরীরে থ্যালাসেমিয়ার কোনপ্রকার আস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করার জন্যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটে পাঠানো হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া টিম ছাত্রীদের রক্ত সংগ্রহ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সম্পাদক স্বপ্না বরাট, বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মধুমিতা দত্ত ও অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, এডভোকেট অসীম রায়, এডভোকেট সুব্রত দাস মোদক, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া টিমের সদস্য-সদস্যাবৃন্দ। আজ একটি আমের বৃক্ষ রোপন করা হয় ও গাছটির নামকরণ করা হয় “থ্যালাসেমিয়া প্রতিরোধ গাছ”। প্রসঙ্গত উল্লেখ করা যায়, “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন” সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকার সচেতনতা শিবির, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদির মতো সামাজিক কাজ করে থাকে। আজকের অনুষ্ঠানটিও উপস্থিত সকলের সহযোগিতায় সুচারুভাবে সম্পন্ন হয়।