বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান

Spread the love

শনিবার অনুষ্ঠিত হয়ে গেল I play n learn preschool and daycare শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান। এইবারের অনুষ্ঠানের থিম ছিল আমারা পৃথিবীকে ভালবাসি অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শ্রীমতি সাথী রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর তানিয়া দাস, শ্রীধারা গুপ্তা, সহ আরো বিশিষ্ট গুনীজনেরা। এই অনুষ্ঠানে ২০০জন ছাত্র-ছাত্রী পার্টি সিপেন্ট করে। প্রতিষ্ঠানটির আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হল এখানে স্পেশাল চাইল্ড বিভাগ। নানা প্রকল্পের মাধ্যমে এখানকার স্পেশাল শিক্ষিকারা, তাদের মানসিক বিকাশের সঠিক রূপায়ণের চেষ্টা করেন। স্পেশাল বলে ,তাদের মনের থেকে দূরে সরিয়ে রাখা নয় বরং তাদের মধ্যে যে প্রতিভা গুলি রয়েছে তার বিকাশ ঘটানোই হল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ ছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হল এখানকার ডে কেয়ার বিভাগ। এই বিভাগে এখানকার যারা অধিকর্তা তারা অত্যন্ত সফলতার সাথে তাদের নানা কর্ম ক্রিয়ার মাধ্যমে তাদের মানসিক বিকাশের সঠিক রূপায়ণের চেষ্টা করে যাচ্ছে। আরো নতুন বিভাগ নিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠানের বিকাশ ঘটবে এবং সাফল্যের সঙ্গে এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *