বিদ্যাসাগর ফিরে এসো

Spread the love

বিদ্যাসাগর ফিরে এসো

শিবানী চক্রবর্তী (উত্তরপাড়া, হুগলি)

জন্মের পর ঈশ্বর দিলেন প্রথম ভাষা মা,
ঈশ্বরচন্দ্র দিলেন ভাষা হয়না তুলনা।
অ আ ক খ ব্যঞ্জনবর্ণ বর্ণ পরিচয়,
সাহিত্য পাঠ সংকলন আর বোধোদয়—
বর্ণপরিচয় দিয়ে সকলের জীবন শুরু
অগ্রপথ উজ্জলের তুমিই পরম গুরু।
সমাজ সংস্কারের সেবায় আজও যারা মগ্ন,
বরণের মাল্য দিয়ে জানাই প্রণাম
তুমি যে অগ্রগণ্য।
বিধবাদের জীবনে জ্বালিয়েছো আলোর প্রদীপ শিখা,
ধন্য তুমি তোমার দর্পনে বঙ্গ নারী , পেলো আলোর শিক্ষা।
সমাজকে দিয়েছো এগিয়ে,
আলোর গতি দ্রুত,
সাহিত্য , কাব্য, গান, কবিতা গল্প অবিরত।
কুসংস্কার ভেদাভেদে ছিলে চিরশত্রু তুমি,
অসহায় মানুষের দয়া দাক্ষিণে কল্পতরু ভুস্বামী।
সুখে দুঃখে আমাদের জীবনে থেকো আলো করে,
ভক্ত তোমার পথপানে চাহি আবার এসো ফিরে।
অন্তরে তুমি বিরাজমান ছিলে,
আছো, থাকবে, তুমি
সবার হয়ে প্রিয়,
দয়ার সাগর তুমি জানাই শ্রদ্ধা, শত প্রণাম নিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *