বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু,লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
লোকপুর গ্রামের থান্দের পাড়ায় ফের কান্নার রোলে শোকাহত এলাকাজুড়ে। চলতি মাসেই এই পাড়ায় ডাইরিয়া আক্রান্ত হয়ে মারা যায় দুই জন। পাড়াময় পেটব্যথা, বমি পায়খানা উপসর্গ নিয়ে প্রায় 15জন আক্রান্ত হয়ে ব্লক ও সদর হাসপাতালে ভর্তি থাকতে হয়। সে নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন স্তরের লোকজন চিন্তিত হয়ে পড়েন। সেই কান্নার রোল থামতে না থামতেই আজ মঙ্গলবার ফের এক যুবকের মৃত্যুতে কান্নার রোলে সরগরম পাড়া। জানা যায় প্রণব বাউরি পিতা শান্তি বাউরী নামে ২১ বছর বয়সী যুবক কাঁচা বাশ কেটে আনার সময় এগারো হাজার ভোল্টের তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে শুকনো বাস দিয়ে ছাড়ানোর চেষ্টা করে ততক্ষণে শেষ। খবর পেয়ে স্থানীয় লোকপুর থানার পুলিশ এসে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষদের বক্তব্য থান্দের পুকুর ও ডোমগড়ে পুকুরের পাড়ে বাঁশ কেটে আনার সময় ঘটে বিপত্তি। সেখানে এগারো হাজার ভোল্টের তার মাটি থেকে দশ ফুটের মধ্যে ঝুলে রয়েছে, যার ফলে এই দূর্ঘটনা। বিদ্যুৎ দপ্তরে বারবার বলা স্বত্ত্বেও কোনো সুরাহা হয়নি। যার প্রেক্ষিতে এই মৃত্যু বলে পরিবার সহ স্থানীয়দের বক্তব্য।মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণ দেয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি তোলেন স্থানীয় লোকজন।