কমল বড়া
বিদ্যুতের দাবিতে গাছের গুড়ি ফেলে কালনার ব্যাস্ততম সড়ক দুইঘন্টা ধরে অবরোধ করে রাখলো হাটকালনা গ্রামের কয়েকশো মানুষরা,এই অবরোধের জেরে থমকে যাই বহু যানবাহন,সমস্যায় পড়তে হয় অবরোধে আটকে থাকা মানুষদের,নতুন ট্রান্সফর্মা বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে পঞ্চায়েত প্রধানের এমনি প্রতিশ্রুতি পাওয়ায় উঠেযায় অবরোধ,
ওভারলোডেড কারণে গত ছয়মাস ধরে লো ভোল্টেজে নাজেহাল কালনার কালনার হাট কালনা গ্রামের ৭০ টি পরিবার,এই গরমে চরম সংকটে এই গ্রামের মানুষরা,মেরামতি হলেও কিছুক্ষন বিদ্যুৎ ঠিক থাকলেও আবার আগেরকার মতোই হয়েযায়,বিগত চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই গ্রাম,গরমে ঘুমনেই ও খাবার জলের সংকট ভুগছে গ্রামের মানুষরা_বিদ্যুৎ দফতর কে বারবার জানিয়েও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে গাছের গুড়ি হেলও প্রায় দুই ঘন্টা কালনা বর্ধমান মূল সড়ক অবরোধ করে গ্রাম বাসীরা, হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলেনেই গ্রামবাসীরা,