বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন বাঁকুড়ায়।
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:—বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে বাঁকুড়া রবীন্দ্রভবনে আজ ২৯ শে আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু,বাঁকুড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি পরিতোষ কিস্কু কর্মাধ্যক্ষ চিত্ত মাহাত সহ বিশিষ্ট মানুষজন। কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবীর জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় বলেন বর্তমান যুবসমাজ আমাদের কবি সাহিত্যিকদের কথা ভুলে যেতে বসেছেন তারা মোবাইলে ব্যস্ত থেকে সময় কাটাচ্ছেন আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়েদের কাছে আমাদের ভারতীয় সংস্কৃতি কে তুলে ধরতে হবে এবং মনীষীদের কথা তাদের সামনে তুলে ধরতে হবে।