বিধাননগরে অঙ্কন উৎসব

Spread the love

কোলকাতা (১৯ জানুয়ারী ‘২৫):- অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার রূপে সাইকেল, ট্রলি ব্যাগের মতো উল্লেখযোগ্য পুরস্কার তুলে দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল ‘কর্ম সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’।

সকাল থেকে বিধাননগর পৌরনিগমের অধীন কৃষ্ণপুর মিলনবাজারের ‘সুভাষ শিশু উদ্যান’-এ হয়ে গেল তৃতীয় বর্ষ ‘অঙ্কন উৎসব’।

প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া পর ‘কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অধ্যক্ষ অনিলকুমার দাস আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে আমরা এখানে আরো চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম।
প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারী উপহার রূপে পেয়েছে সাইকেল, স্মারক ও শংসাপত্র, দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ট্রলিব্যাগ, স্মারক ও শংসাপত্র এবং তৃতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ব্যাকপ্যাক, স্মারক ও শংসাপত্র।

এবারের ‘অঙ্কন উৎসব’-এ পাঁচটা বিভাগ মিলিয়ে মোট ৬৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগী ও প্রতিযোগিনীদের উৎসাহিত করতে প্রতিযোগিতা স্থলে বিভিন্ন বয়সের ব্যক্তিরাও হাজির হয়ে প্রতিযোগিতা বহির্ভূত ভাবে শিল্পচর্চায় রত হন।”

অঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন সময়ে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিকাশ নস্কর, সাংবাদিক তুষার পাটোয়ারী, চিত্রকর দিবাকর চক্রবর্তী, চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ভর্গনাথ ভট্টাচার্য, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল, গীতিকার ও সঙ্গীত পরিচালক তথা বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম আর্টিস্ট কো-অর্ডিনেটর তীর্থঙ্কর (শিবু) সোম প্রমুখ ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *