বিধান শিশু উদ‍্যানে ক্ষুদেদের বৃক্ষরোপণ 

Spread the love

বিধান শিশু উদ‍্যানে ক্ষুদেদের বৃক্ষরোপণ 

মোল্লা জসিমউদ্দিন, 

 কলকাতার হাডকো মোড় সংলগ্ন  বিধান শিশু উদ‍্যানে ডা.বিধান চন্দ্র রায়ের ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উৎসবের সূচনা হয়েছে  ৩০ জুন। প্রায় তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এদিন অর্থাৎ  ২১ জুলাই বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে। রবিবার  বিধান শিশু উদ‍্যানের সভ‍্যসভ‍্যারা উৎসাহের সঙ্গে বিভিন্ন জাতের একশো  টি আম গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াইশো টি গাছ রোপন করে। মূলত বাতাসকে নির্মল করতে গাছের যে ভূমিকা সে বিষয়ে তাদের সচেতন করতেই এই প্রচেষ্টা। উদ‍্যানের প্রতিটি বাচ্চা তাদের রোপন করা গাছের যত্ন তারাই করবে। বিধান শিশু উদ‍্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন- -“সারা বছর ধরেই আমাদের বাগানে গাছ লাগানোর প্রক্রিয়া চলতে থাকে। কারণ প্রতি বছর ঝড় বা অন‍্যান‍্য প্রাকৃতিক কারণে বেশ কিছু গাছ নষ্ট হয়। এবছর বাচ্চাদের দিয়েই এই বৃক্ষরোপণের কাজটি করানো হল যাতে তাদের মধ্যে পরিবেশ রক্ষা থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভাবনা তাদের মধ‍্যে প্রতিষ্ঠিত করা।”বিধান শিশু উদ‍্যানে আয়োজিত এদিনকার  এই বৃক্ষরোপণ উৎসবে সভ‍্যসভ‍্যাসহ প্রায় চারশত অভিভাবক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *