বিধায়কের উদ্যোগে রক্তদান শিবির
সেখ সামসুদ্দিন, ১৯ জুনঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে এবং বিষ্ণুপুর ব্লাড সেন্টার ও খাতড়া ব্লাড সেন্টারের সহযোগিতায় বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে রক্তদান শিবির করা হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েল ফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট। বিষ্ণুপুরের উদ্যোগী কর্তৃপক্ষ ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ব্লাড সেন্টারের মেডিক্যাল টিম অফিসার জয়মাল্য ঘর এবং খাতড়া ব্লাড সেন্টারের মেডিক্যাল টিম ও অফিসার সুব্রত বিশ্বাস। বিষ্ণুপুর ও তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষজন এই রক্তদান শিবিরে রক্তদান করেন। সর্বাঙ্গীন সুচারু ব্যবস্থাপণায় আজকের এই রক্তদান শিবির সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মহাদেববাবু, ডাক্তার আলি, তবলা বাদক সুব্রত হাজরা, কল্যাণ কোলে, রবীন্দ্রনাথ পাত্র, নির্মালদা, সাংবাদিক স্বপন বন্দ্যোপাধ্যায়, সঞ্চিতাদি, মুজিবর কাজী, সূর্য শর্মা, সোমা, দিব্যেন্দু ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।