বিধায়ক কোটায় নির্মিত স্বাস্থ্য কর্মীদের সভাকক্ষ, উদ্যান ও গাড়ি গ্যারেজ উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ২১ ফেব্রুয়ারিঃ মেমারি বিধানসভার বিধায়ক কোটায় মেমারি হাসপাতালে নির্মিত স্বাস্থ্য কর্মীদের সভাকক্ষ, উদ্যান ও গাড়ি গ্যারেজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা সহ হাসপাতালের অন্যান্য কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বি এম ও এইচ জানান এদিন এই অনুষ্ঠানের পর রোগী কল্যাণ সমিতির সভা করা হবে। বিধায়ক জানান হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত বিল্ডিং এর যথাশীঘ্র সম্ভব চেষ্টা করা হচ্ছে উদ্বোধন করতে। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানান