বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ২১ ডিসেম্বরঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের পরিচালনায় ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট খাঁড়ো ফুটবল মাঠে উদ্বোধন হয়। উদ্বোধন করেন মেমারি থানার অফিসার ইনচার্জ প্রীতম বিশ্বাস ও সাতগেছিয়া ফাঁড়ির আইসি সামাউর রহমান। প্রথমে মাঠে ডাঃ বিপ্লব চ্যাটার্জীর ছবিতে মাল্যদান করেন প্রীতম বিশ্বাস। ডাঃ বিপ্লব চ্যাটার্জীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শান্তির প্রতীক দুইটি সাদা পায়রা উড়িয়ে অফিসার ইনচার্জ প্রীতম বিশ্বাস ব্যাট করেন ও সামাউর রহমান বল করে টুর্নামেন্টের উদ্বোধন করেন। মাঠে উপস্থিত ছিলেন ডাঃ বিপ্লব চ্যাটার্জীর পিতা গৌতম চ্যাটার্জী, মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, খাঁড়ো যুবক সংঘের সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান ওরফে টিপু, সহ শেখ সবুর উদ্দিন (বাপি), সেখ সামসুদ্দিন সহ সদস্যবৃন্দ। আজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এজলেস স্টার মেমারি ও জামালপুর জেবিএস ক্রসে জিতে এজলেস স্টার মেমারি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জামালপুর জেবিএস প্রথম ব্যাট করে ১৪ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করে। পরে ব্যাটিং করে এজলেস স্টার মেমারি ১৩ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে জয়লাভ করে। এদিনে জামালপুর জেবিএস এর টুবাই ঘোষ সেঞ্চুরি করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিনে আম্পায়ার ছিলেন চঞ্চল মুরমু ও মনোজ রায়। গেম সেক্রেটারি হাফিজুর রহমান জানান আগামীকাল রবিবার দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে ডানকুনি একাদশ বনাম অভিরামবাটি একাদশ এবং এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা হবে ২৬ জানুয়ারি।