বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুলের উদ্যোগে রক্তদান শিবির।

Spread the love

বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুলের উদ্যোগে রক্তদান শিবির।


সাধন মন্ডল, বাঁকুড়া।রাইপুরের মন্ডলকুলি বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুলের উদ্যোগে আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ডাক্তার বিবেকানন্দ দাশের ষষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক , পরীক্ষিত কামিল্যা, রাইপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল, মটগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সত্য মল্ল ,বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক অজিত কুমার দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার বিশিষ্ট মানুষজন। এখানে উল্লেখ্য আজ থেকে নয় বছর আগে এলাকার শিক্ষার উন্নয়নে ইংরেজি মাধ্যমের প্রয়োজনীয়তার কথা ভেবেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাস তার উদ্যোগেই মটগোদা গ্রামে২০১৬ সালে এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল । করোনায় মৃত্যু হয় প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাশের তার স্বপ্নের বিদ্যালয়টি বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পিতা বিশিষ্ট সমাজসেবী অজিত কুমার দাস ও তার পরিবার বর্তমানে বিদ্যালয়ে ১৫ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। আজকের রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতাদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষিকা মানসী গরাই সহ তিনজন মহিলা ছিলেন। বিদ্যালয়ের শিক্ষিকা মানসি গরাই বলেন জীবনে এই প্রথম রক্ত দান করলাম তা আমাদের বিদ্যালয়ের সম্পাদকের মহাশয়ের উৎসাহে ও অনুপ্রেরণায়। রক্তদান করার আগে ভয় লাগছিল এখন খুব ভালো লাগছে। রক্তদানে যে এতটা আনন্দ আছে সেটা আজ উপলব্ধি করতে পারলাম। সকলকে বলবো রক্তদানে এগিয়ে আসুন। রক্ত গুলি সংগ্রহ করেন খাতড়া মহকুমা ব্লাড ব্যাংক। বিদ্যালয়ের উদ্যোগে এটি ষষ্ঠ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *