বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন খয়রাসোলে

Spread the love

বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১২ই জানুয়ারী বিশ্ব পরিব্রাজক,বীরসন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী। মহাসাড়ম্বরে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। রক্তদান,বস্ত্রদান, অন্নদান,অঙ্কন সহ নানান ধরনের অনুষ্ঠানের খবর পাওয়া যায়। সেরূপ খয়রাশোলের বিশিষ্ট সনাজসেবী মাধব চন্দ্র লাহা ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে পাঁচড়া থেকে খয়রাসোলের রাস্তায় লোকপুর -বাবুইজোড় রাস্থার সংযোগস্থল সম্মুখে বিশ্ব পরিব্রাজক বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পূস্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।পরবর্ত্তীতে স্বামীজির স্মৃতিচারণা তথা উনার জীবন বৃত্তান্ত এবং বানী গুলোর উপর আলোকপাত করেন উপস্থিত অতিথিগণ।উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলী,খয়রাশোল থানার ও সি সেখ কাবুল আলি, পাঁচড়া গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ মুখার্জি, শিক্ষক প্রদীপ মন্ডল,লোকশিল্পী নারায়ন কর্মকার , ডাঃ সরোজ পন্ডিত সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন পশ্চিমবর্ধমান জেলা থেকে আগত সমাজসেবী মনোজ গাঙ্গুলী। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ডায়রি,কলম দেওয়া হয়। পাশাপাশি কিছু অসহায় মানুষদেরকে শীতবস্ত্র প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *