বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতা

Spread the love

বিবেক চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ১ ডিসেম্বরঃ মেমারি পৌরসভার পরিচালনায় বিবেক চ্যালেঞ্জ ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ আজ শুরু হয় মেমারি স্টেডিয়ামে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। উপস্থিত ছিলেন কাউন্সিলর বাপি ব্যানার্জী, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে সহ প্রাক্তন ফুটবলার থেকে বর্তমান খেলোয়াড় এবং খেলাপ্রেমি মানুষজন। ১৬ টি টিমের এই প্রতিযোগিতায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে সডরা একাদশ বনাম ব্যারাকপুর স্পোর্টস ক্লাব। এছাড়াও চন্দননগর বয়েজ ক্লাব, ত্রিবেণী শিবপুর স্পোটিং ক্লাব, ত্রিবেণী ইয়াং বয়েজ ক্লাব, শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব, এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমী, রিষড়া আরোরা এফ সি এফসি, বৈদ্যবাটী বি এস পার্ক, ব্যান্ডেল বাণী চক্র, মেমারি ফুটবল একাডেমি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, পান্ডুয়া ফুটবল একাডেমী ও কোন্নগর এফ ইউ সি। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হবে ১৬ ফেব্রুয়ারি। এদিন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্যে এলাকার ছেলেমেয়েরা মোবাইলমুখি থেকে যাতে মাঠমুখি হয় তার জন্যই এই উদ্যোগ এবং এলাকার মানুষকে উৎসাহিত করে যাতে তাদের বাড়ির ছেলে-মেয়েদের মাঠমুখী করে তার প্রচেষ্টা নিয়ে চলেছে বলে জানান। এদিনের প্রতিযোগিতায় ব্যারাকপুর ২-১ গোলে জয়ী হয়। প্রথম অর্ধে সরড়া ১ গোল করে এবং দ্বিতীয় অর্ধে ব্যারাকপুর ২ গোল দিয়ে জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *