বিবেক জয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির
সেখ সামসুদ্দিন, ১১ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় মেমারি শহরে একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জীব ঘোষ, শরণ্যা হসপিটালের কর্পোরেট মার্কেটিং ম্যানেজার শুভদীপ দত্ত সহ চিকিৎসক টিম, স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ, সম্পাদক তথা ফিজিওথেরাপিস্ট বিকাশ বিশ্বাস, স্বাস্থ্য শিবিরের অন্যতম উদ্যোক্তা ও সংস্থার সদস্য শরিফুল আলম, সদস্য অজিত কুমার সিং সহ সকল সদস্যবৃন্দ। মেমারি শহরের তারকেশ্বর রোডে শুশ্রূষা নার্সিংহোমের নিচে এই স্বাস্থ্য শিবির করা হয়। স্বামীজীর ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন চেয়ারম্যান সহ অতিথিবৃন্দ। এদিন ডায়াটেশিয়ান, সুগার, প্রেসার, মেডিসিন, চক্ষু, গাইনোকোলজিস্ট, ইসিজি সহ নানা বিভাগীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যত সংখ্যক মানুষ আসুক, সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। উপস্থিত অতিথিবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানান।