বিভ্রান্তি
সোমা নায়ক (যাদবপুর)
তখন তোমার বয়স কত হবে!
উনিশ কুড়ি? কিংবা বিশ বাইশ?
বললে- মন, ভালবাসি খুব তোকে
লজ্জা পেয়ে বলে উঠলাম, ইস্।
দুই চার পা এগিয়ে এসে কাছে
হাত ধরলে, রাখলে চোখে চোখ
বললে, দুজন কাটাব জীবন সাথে
স্বপ্ন দেখছি, চাইছি সত্যি হোক।
ফের চুপিচুপি বললে মৃদু হেসে
এই মেয়ে, তুই চুপ কেন, কথা বল?
মন কী চায়? থাকবি আমার সাথে?
মুখ কেন ভার? চোখ কেন ছলছল?
রাগ হয়েছে? লাগছে খারাপ খুব
বলবো না আর মনের কথা তোকে।
আমি তড়িঘড়ি বলেছিলাম, না তো,
ভাবছি শুধু, বলবে কি সব লোকে!
লোকের কথায় কী যায় আসে শুনি?
তুই রাজি তো আমার কিসের ভয়!
অবাক হয়ে শুনেছি কেবল তোমায়
যেন ভাবখানা এই, করেছ বিশ্বজয়।
নদীর জলের ঢেউ গিয়েছে বেড়ে
সময় ছুটেছে সময়ের স্রোতে মিশে
আমাদের পথ আলাদা হলো কেন?
আজও ভাবি, ভুল ছিল ঠিক কিসে?