বিরল ঘটনা – যমজ বাচ্চা প্রসব করল গাভী
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান –
কুকুর বা বিড়ালের ক্ষেত্রে একাধিক সন্তান প্রসবের ঘটনা স্বাভাবিক হলেও গরুর যমজ বাচ্চা প্রসবের ঘটনা কার্যত বিরল। সেই বিরল ঘটনা ঘটল মঙ্গলকোটের চাণক অঞ্চলের ইরসন্দা গ্রামে। গত ২০ ফেব্রুয়ারি একটি গরু যমজ বাচ্চা প্রসব করে। এদের মধ্যে একটি বকনা (স্ত্রী) বাছুর ও অপরটি এঁড়ে (পুরুষ) বাছুর। এই প্রথমবার গরুটি সন্তান প্রসব করে।
গরুর মালিক আহেমা বিবি বললেন, আমার গরুটি এই প্রথমবারের জন্য গর্ভবতী হয়। বুঝতে পারছিলাম দু'একদিনের মধ্যে সে সন্তান প্রসব করবে। তাই সচেতন ছিলাম। গতকাল রাত ১০ টা নাগাদ গরুটি যমজ সন্তান প্রসব করে। এধরনের ঘটনা আমি এর আগে শুনিনি বা দেখিনি। ফলে আমি অবাক হয়ে যাই। মা ও তার বাচ্চা দু'টি সুস্থ আছে।