বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটগ্রহণ চলছে জঙ্গলমহল জুড়ে

Spread the love

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটগ্রহণ চলছে জঙ্গলমহল জুড়ে

। সাধন মন্ডল বাঁকুড়া:——-আগামী ২৫শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে নির্বাচন কমিশনের নির্দেশে তার আগেই অর্থাৎ ১৭ই মে থেকে লোকসভা এলাকার অর্থাৎ বাঁকুড়া জেলার প্রায় বারো হাজার বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। জেলার সবচেয়ে এই ধরনের বেশি ভোটার রয়েছে জঙ্গলমহলের রায়পুর ব্লকে এখানে ১১২৩ জন রয়েছেন যাদের ভোটগ্রহণ চলছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। বিশেষভাবে সক্ষম ব্যক্তি তথা প্রতিবন্ধী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা সভাপতি বাদল রুইদাস বলেন নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তারা আমাদের কথা ভেবে ভোট গ্রহণ কেন্দ্রে না গিয়ে আমাদের বাড়িতে বাড়িতে এসে ভোট নিয়ে যাচ্ছেন। কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট দান পর্ব চলছে। আমরা আনন্দ সহকারে ভোট দিচ্ছি আমাদের মতো বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বিশেষ করে ৪০ শতাংশের বেশি যে সমস্ত ব্যক্তি বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। আমরা ও আমাদের পরিবারের লোকজন ধন্যবাদ জানাচ্ছেন নির্বাচন কমিশনকে । নির্বাচন কমিশনের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *