বিশেষভাবে সক্ষম ব্যাক্তির রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন ও ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সহযোগিতায় শনিবার বোলপুর রোটারি ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মূল উদ্যোক্তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার্স অর্গানাইজেশন নামক সংগঠণ। এদিন শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য আজকের রক্তদাতারা প্রায় সকলেই প্রথম রক্তদাতা হিসেবে রক্তদাতা করে বলে আয়োজকদের দাবি। জেলায় ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যে এই শিবিরের আয়োজন।প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন এর ভয়াবহ প্রভাব থেকে নিস্তার পাওয়ার বার্তা হিসেবে সংগঠনের তরফ থেকে প্রত্যেককেই চারাগাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাসত্রের শিক্ষিকা তমালি মজুমদার এবং প্রাক্তন শিক্ষিকা মিতালি দে সরকার। এছাড়াও ছিলেন বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক এবং ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সভাপতি সোমা সিংহ। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন সিউড়ি ব্লাড সেন্টার l আয়োজক সংস্থার পক্ষে কার্তিক অধিকারী ও কুন্তক চ্যাটার্জী বলেন এটাই আমাদের প্রথম রক্তদান শিবির। ভবিষ্যতে আরও শিবির করার চিন্তা ভাবনা রয়েছে । উল্লেখ্য বিশেষ ভাবে সক্ষম কার্তিক অধিকারী এদিনের শিবিরে নিজেই প্রথমে রক্তদান করে এবং অন্যান্যদেকেও এগিয়ে আসার বার্তা দিয়ে উৎসাহ প্রদান করে।