বিশ্বকর্মা পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা।

Spread the love

বিশ্বকর্মা পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা।


সাধন মন্ডল বাঁকুড়া:—–20/09/2025 তারিখ শনিবার বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস (I.N.T.U.C)এর পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাঁকুড়া জেলার পরিবহন শ্রমিক দের অন্নভোগের আয়োজন করা হয়। সকাল আটটা থেকে বিকাল 5টা পর্যন্ত এই আয়োজন চালানো হয়। নেতৃত্বে বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আই এন টি ইউ সি এর সভাপতি নারায়ণ চন্দ্র খাঁ, বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আই এন টি ইউ সি এর সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ও বাঁকুড়া জেলা এই আইএনটিইউসির সভাপতি সীমন্ত নন্দী, কংগ্রেস নেতা বিশিষ্ট আইনজীবী অরূপ ব্যানার্জি, সংগঠনের তপন গড়াই, আনন্দ দুলাল মিশ্র, অজিত মন্ডল, পার্থ বোস, কল্যাণ চৌধুরী, পীযূষ বীর, সমীর লোহার সহ সংগঠনের সমস্ত সদস্য সদস্যাবৃন্দ ।এখানে উল্লেখ্য আজকের এই অন্ন ভোগ অনুষ্ঠানে পরিবহন এর সাথে যুক্ত সমস্ত কর্মীবৃন্দ ছাড়াও এলাকার মানুষজন অংশগ্রহণ করেন। প্রায় আড়াই হাজার মানুষ দুপুরের মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করেন বলে জানান জেলা আইএমটিইউসির সভাপতি শ্রীমন্ত নন্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *