বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে ভাতার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্র প্রদান

Spread the love

বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে ভাতার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্র প্রদান

সেখ রাজু,

মানবতার প্রতীক, যুব সম্প্রদায়ের আইকন তথা ভারতীয় জাতীয়তাবাদের ধারণার প্রবর্তক স্বামী বিবেকানন্দের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করলো ভাতার বাজার ব্যবসায়ী সমিতি । পাশাপাশি এদিন প্রতিবছরের ন্যায় এলাকার দুঃস্থ ও গরিব মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন এওড়া রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী তদ্রুপানন্দজী ও ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক হাজরা সহ অন্যান্যরা । স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর-এই মতাদর্শে প্রতিবছর এই দিনটিকে স্মরণ করে মানুষের সেবায় নিয়োজিত হয় । ভাতার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সেই লক্ষ্যে এলাকার দুঃস্থ ও গরিবদের হাতে শীতের কম্বল তুলে দেন ।

ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তথা সমাজসেবী অশোক হাজর জানান, মানুষের সেবা হল সর্ব উৎকৃষ্ট মহৎ কাজ । বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের আদর্শকে মান্যতা দিয়ে প্রতিবছর মানুষের পাশে থাকা চেষ্টা করি । সেই লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *