খায়রুল আনাম (সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা )
বীরভূম : শান্তিনিকেতনের পৌষমেলার মাঠ বিশ্বভারতী কর্তৃপক্ষকে কলকাতা হাইকোর্ট ফেন্সিং দিয়ে ঘেরার অনুমতি দিলেও, মাঠের গেটগুলি খুলে রাখার নির্দেশও দেওয়া হয়। যাতে সকলে মাঠটি আগের মতোই ব্যবহার করতে পারেন। সকাল ৮টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মাঠটি খুলে রাখার কথা বলা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষও জানিয়েছিলো যে, প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মাঠটি সকলে ব্যবহার করতে পারবেন। কিন্তু মাঠটি ঘেরা হয়ে যাওয়ার পরে এর আটটি গেটই তালাবন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে, হাইকোর্ট বিশ্বভারতীর এই ধরনের কাজকে আদালত অবমাননার কাজ বলে উল্লেখ করেছে। এরপর বিশ্বভারতী ওই তালাগুলি না খুলে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠা এলাকার মানুষজন গেটের তালাগুলি ভেঙেও দিতে পারেন বলেও মনে করা হচ্ছে।