বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ৯ ই আগস্ট ছিল বিশ্ব আদিবাসী দিবস।সেই দিনটিকে স্মরণ করতে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার নানান স্থানে নানান কর্মসূচির মাধ্যমে যথাযথ ভাবে পালন করা হয়।সেরূপ পাড়ুই থানার অন্তর্গত ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটী আদিবাসী ট্রাস্টের উদ্যোগে এবছর ভিন্ন ভাবনা থেকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় l উক্ত শিবিরে পূরুষ মহিলা মিলে প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন l রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার l আয়োজক সংস্থার পক্ষে রামজিৎ মার্ডি ও অনিল হেমরম এক সাক্ষাৎকারে বলেন যে, আমাদের এই সংস্থা প্রায় ৩৭ বছরের পুরাতন হলেও আজ এই বিশেষ দিনে প্রথম রক্তদান শিবির করতে পেরে নিজেদের মধ্যে ভালো লাগছে। আগামীদিনে এরূপ আরও রক্তদান সহ বিভিন্ন ধরনের সামাজিক শিবির করার ইচ্ছা আছে l এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বড়ো বাস্কি, সোনা মুর্মু, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক নূরুল হক , বোলপুর সাব ডিভিশনের সম্পাদক জয়ন্ত ঘোষ ,বাবুলাল হেমরম প্রমূখ l