বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতা রাইপুরে।

Spread the love

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতা রাইপুরে।


সাধণ মন্ডল বাঁকুড়া:—বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাইপুরের দুন্দার অঞ্চল আদিবাসী কমিটি পরিচালনায় আটটি দলকে নিয়ে একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পায়রাগুড়ি হাই স্কুল ফুটবল মাঠে। এদিনের ফাইনাল খেলাতে মুখোমুখি হয় রাইপুরের মনিপুর নেতাজি সংঘ ও মেদিনীপুরের মা জুয়েলারি শপ। নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। টাইবেকারে পাঁচ তিন গোলে জয়লাভ করে মনিপুর নেতাজি সংঘ। ফাইনাল খেলাতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মা জুয়েলারি শপ দলের খেলোয়াড় মিনাল কান্তি টুডু। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন মনিপুর নেতাজি সংঘ দলের তরুণ সরেন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন মা জুয়েলারি শপ দলের কুলবির সিং। এ দিনের খেলাতে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্দিনি মুর্মু ,জেলা পরিষদের সদস্য কালিপদ সরেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ফাইনালে উইনার ও রানার্স দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে খেলা দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত এখানে উল্লেখ্য জঙ্গলমহলে ফুটবলপ্রেমী মানুষ বলেছেন তা আজকের বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজির থাকা দর্শক দেখেই বোঝা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *