বিশ্ব কবির প্রয়াণ দিবস উদযাপন সারেঙ্গার স্কুলে

Spread the love

বিশ্ব কবির প্রয়াণ দিবস উদযাপন সারেঙ্গার স্কুলে

।শুভদীপ ঋজু মণ্ডল ,বাঁকুড়া।:——-আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এই দিনটি সারা দেশের সাথে জঙ্গলমহল এলাকাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ।এলাকার বিভিন্ন বিদ্যালয় ক্লাবে দিনটি পালিত হলো কোথাও গান, নৃত্য ও গীতি আলখ্যের মধ্য দিয়ে আবার কোথাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে। সেই রকমই সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল। শিক্ষক মহাশয়দের পুষ্পার্ঘ নিবেদনের পর ছাত্রছাত্রীরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানায় ও পরে এই উপলক্ষে কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। বিদ্যালয় এর সহকারী শিক্ষক সত্যজিৎ মাইতি সঞ্জয় মাহাতো রা বলেন আমাদের বিদ্যালয়টিতে বিভিন্ন মনীষীর জন্মদিন ও মৃত্যুদিন যথা সম্ভব পালন করা হয় আজকের অনুষ্ঠানটি তাদের মধ্যে অন্যতম অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ উৎসব এবছরেই প্রথম করা হলো খুশি ছাত্র-ছাত্রীরা তারা এই চারা গাছগুলি বড় করবে নিজের উদ্যোগে। বৃক্ষ রোপণ উৎসব এ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *